Term Conditions for buyer

ক্রেতাদের জন্য শর্তাবলীঃ


  • নিলামে অংশ অথবা গাড়ি কিনতে, ফ্রি সাইনাপ করতে ক্লিক করুন – https://megadealsbd.com/users/registration
  • নিলামে আপনার যদি কোন গাড়ি পছন্দ হয়, অর্থাৎ আপনি কিনতে চান সেখত্রে আপনি ওই নির্দিষ্ট গাড়িটি বিড করতে চাইলে ৫০০০  টাকা দিয়ে বিড করতে হবে। বিড বাটনে চাপ দিলেই পেমেন্ট অপশন আসবে। বিকাশ, নগদ এমনকি যে কোন ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন যা একশো ভাগ নিরাপদ।
  • যদি আপনি গাড়িটি না জিতে থাকেন, অর্থাৎ কেউ যদি সর্বোচ্চ বিড করে গাড়িটি ক্রয় করে তাহলে আপনি  ২৪ থেকে সর্বোচ্চ ৭২ ঘণ্টার ভেতর এই ৫০০০  টাকা ফেরত পাবেন।
নিলামে জেতার পর করনীয়ঃ
  • নিলামে জেতার পরে আমাদের কাস্টমার কেয়ার থেকে একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেনে এবং আপনি এসে সরাসরি ঐ গাড়িটি দেখবেন। আমাদের দেয়া তথ্য মতে সব কিছু মিল থাকলে আপনি গাড়িটি কেনার উদ্দেশ্যে টেস্ট ড্রাইভ দিতে পারবেন। 
  • তবে টেস্ট ড্রাইভ দেওয়ার সময় আমাদের পক্ষ থেকে একজন অথবা দুই জন প্রতিনিধি অবশ্যই গাড়ির সাথে থাকবে। তবে উল্লেখ যে টেস্ট ড্রাইভের সময় আপনি ড্রাইভ করা অবস্থায় কোন অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটলে এর দায় ভার অবশ্যই আপনাকেই বহন করতে হবে এবং টেস্ট ড্রাইভের আগে তা লিখিত দিতে হবে।
  • গাড়ি দেখে, ভাল করে চেক করে তারপরে নগদ টাকা পরিশোধ করতে হবে। 
  • নিলামের গাড়িতে যদি ব্যাংক লোণ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই নিলাম চলাকালীন সময়ে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি ঐ গাড়িতে কত টাকা লোণ পাবেন তা আগে জেনে নিতে হবে। ব্যাংক লোণে, নিলাম থেকে গাড়ি কিনতে হলে অবশ্যই বিড করার আগে আপনি লোণ পাওয়ার যোগ্য কিনা তা দেখার জন্য ক্লিক করুন – https://megadealsbd.com/bank_loan
  • নিলামে বিড করা গাড়ি যদি আপনি জিতে যান সেখত্রে সব কিছু যদি ঠিক ঠাক থাকে, কিন্তু আপনার ব্যক্তিগত কারন অথবা অকারণে যদি আপনি গাড়িটি নিতে না চান তাহলে ৫০০০  টাকা ফেরত পাবেন না। 
  • ক্রেডিট কার্ড হোল্ডাররা ই এম আই তে গাড়ি কিনতে পারবেন তবে সেখত্রে Visa, MasterCard, Union Pay, Nexus কার্ড দিয়ে পেমেন্ট করলে 2.5 % সার্ভিস চার্জ যোগ হবে এবং শুধু City Amex কার্ড দিয়ে পেমেণ্ট করলে 3.5 % সার্ভিস চার্জ যোগ হবে। 
  • ক্রেতারা আমাদের থেকে গাড়ি কিনলে যে কোন গাড়িতেই পাচ্ছেন ১  বছরের ফ্রি সার্ভিস আমাদের নির্দিষ্ট ৪ টি সার্ভিস পয়েন্টে। (৩ টি সার্ভিস - শর্ত প্রযোজ্য)

· 


Download Saller App Saller Registration